১। ইউনিয়ন কে জানুন | এক নজরে মানচিত্রে ইউনিয়ন গ্রামভিত্তিক লোকসংখ্যা যোগাযোগ ব্যবস্থা দর্শনীয় স্থান | পরিচিত:ইউনওগাঁ সদর উপজেলার একটি সুনাম ধন্য অঞ্চল হলো ০১ নং বর্ষাইল ইউনিয়ন। সবজি উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন । কালের মহিমায় বর্ষাইল ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলা সহ বহুবিধ গুনাবলীতে নিজস্ব স্বকীয়ায় আজ ও দাড়িয়ে আছে । নিয়নেরনওগাঁ সদর গগউপজেলার একটি সুনাম ধন্য অঞ্চল হলো ০১ নং বর্ষাইল ইউনিয়ন । সবজী উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন। কালের মহিমায় বর্ষাইল ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলা সহ বহুবিধ গুনাবলীতে নিজস্ব স্বকীয়তায় আজ ও দাঁড়িয়ে আছে । ১) ইউনিয়নের নাম: ০১নং বর্ষাইল ইউনিয়ন পরিষদ। ২)আয়তন:১০.৫ বর্গ কি: মি: ৩)সীমানা : উত্তরে ও পূর্বে কীর্ত্তিপুর ইউনিয়ন, পশ্চিমে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন, দক্ষিনে হাপানিয়া ইউনিয়ন, ৪)গ্রামের সংখ্যা: ২৩টি, মৌজা সংখ্যা:১৮টি ৫) মোট জন সংখ্যা:২৪,১৫২ জন(জন্ম নিবন্ধন অনুযায়ী) ৬) গ্রাম ভিত্তিক লোকসংখ্যা নিম্নরুপ:- বর্ষাইল= ৪১৪৪ জন, মারমা ১৩১১ জন,বালুভরা ৩৮৩ জন, মল্লিকপুর ২৪১১ জন, কেশবপুর ১৭৪৮ জন, চকআতিথা ৭০১ জন, লক্ষীপুর ১১৭৭ জন, ঝিকড়া ৯৬৯ জন, মকমলপুর ১১৮২ জন, ঝাড়গ্রাম ১০২৮ জন, ধোপাইপুর ১৭০৩ জন, অনন্তপুর ১০৩৫ জন, কসবা ১২২০ জন, গোবিন্দপুর ১১৫৯ জন, শোকড় ৭৬৩ জন, কুয়ানগর ৩২০ জন, পাথরঘাটা ৪৭৯ জন, বাহাদিমপুর ৩৬৪ জন, দোগাছী ৩১২ জন, চাঁদপুর ৩৬৯ জন, গনিগাছ ৬২২ জন, কুতুবপুর ৫৫৭ জন, ফতেজংপুর ১৯৫ জন। ৭) হাট- ২ টি বাজারের সংখ্যা –৫ টি ৮) মন্দিরের সংখ্যা ৫ টি ৯) শ্নশান ১ টি ১০) উপস্বাস্থ্য কেন্দ্র= ১ টি ১১) স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র = ১ টি ১২) কমিউনিটি ক্লিনিক =২ টি ১৩) মাধ্যমিক বিদ্যালয়: ৩টি ১৪) সরকারী প্রাথমিক বিদ্যালয় :-৬ টি ১৫)বে সরকারী প্রাথমিক বিদ্যালয়:-১টি ১৬)বেসরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়:-১টি ১৭) মাদ্রাসা :-৬টি,(১৮)শিক্ষার হার ৮৫ % ১৯)স্যানিটেশনের হার ৭০% ২০) যোযোগব্যাবস্থা:পাকারাস্তা, আধাপাকা রাস্তাও কাচারাস্তা,নওগাঁ জেলা সদর থেকে পাকা রাস্তার যোগাযোগ, ২১)ইটভাটা:- ২ টি |
| ফটো | গুরুত্ব পূর্ন স্থান,ব্যাক্তি,ঘটনার ছবি |
০১ নং বর্ষাইল ইউনিয়ন পরিষদ | ১)সাংগঠনিক কাঠামো ২) ইউনিয়ন পরিষদের কার্যাবলী | সাংগঠনিক কাঠামো:ইউনিয়ন পরিষদ ১ জন চেয়ারম্যান ,৯ জন সাধারণ সদস্য এবং৩ জন সংরক্ষিত নারীসদস্য সর্বমোট ১৩ জন নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদের কর্যাবলী সম্পদনের জন্য সরকার নিয়োজিত একজনসচিব থাকেন।
ইউনিয়ন পরিষদের কার্যাবলী:- * আইন শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা । * পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো । * স্থানীয় সম্পদের উন্নায়ন ঘটানো এবং তার নিশ্চিত করা । * জনগনের সম্পত্তি ,যথা-রাস্তা,কলভার্ট,বাধ,খাল,বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন। * ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নায়ন কর্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা । * স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা । *জন্ম-মৃত্যু , নিবন্ধন করা। * বিভন্ন সমস্যার সমাধান ,গ্রাম আদালত,সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভন্ন সেবা প্রদান ,নাগরিক সনদ ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, বিভন্ন প্রত্যয়নপ্রদান, নিরাপদ পানি সরবরাহ,আইন শৃঙ্খলা রক্ষা,রাস্তা-ঘাট,পুল-কালভার্ট নির্মান , ইত্যাদি । |
| ৩।বর্তমান চেয়ারম্যান | বর্তমান চেয়ারম্যন: আলহাজ্ব মো: আব্দুলকুদ্দুস মোবাইল নং ০১৭১১ ৪১০৮৯২ শপথ গ্রহনের তারিখ :-১৬/০৮/২০১১ইং দায়িত্ব গ্রহনের তারিখ :-১৮/০৮/২০১১ ইং |
| ৪।সদস্য সদস্যাগনের তথ্য | মোছ: জরিনা খাতুন সংরক্ষীত মহিলা সদস্য ওয়ার্ড ১,২,৩ মোবাইল নং ০১৭৩৯০৩৭৭৫৪ মোছা: শামিমা পারভীন সংরক্ষীত মহিলা সদস্য ওয়ার্ড ৪,৫,৬, মোবাইল নং০১৭৫৭১৭৫৩৭১ মোছা : নারগিছ বেগম সংরক্ষীত মহিলা সদস্য ওয়ার্ড৭,৮,৯ মোবাইল নং০১৭৪০৮৫৬১০১ মো: সানোয়ার হোসেন (পিন্টু) ওয়ার্ড নং -০১ মোবাইল নং০১৭৪০৫৯৮৯৫০ মো: রফিকুল ইসলাম (বুলু) ওয়ার্ড নং ০২ মোবাইল নং ০১৭১৪৯৩০৫২৪ মো: আমজাদ হোসেন ওয়ার্ড নং ০৩ মোবাইল নং ০১৭৫৪৩৪৪৯০৪ মো: আবুল হোসেন ওয়ার্ড নং ০৪ মোবাইল নং ০১৭৪০৮০৬৪৭৮ মো: নূর ইসলাম ওয়ার্ড নং ০৫ মোবাইল নং ০১৭৩৪১৫৪২২১ এস এম মাসুদ রানা ওয়ার্ড নং ০৬ মোবাইল নং ০১৭৩৪২৪৫৩২৩ মো: মীর কাশেম(মুন্জু) ওয়ার্ড নং ০৭ মোবাইল নং ০১৭১৮৬৮৯৫০৯ মো: শহীদুল ইসলাম(জনি) ওয়ার্ড নং ০৮ মোবাইল নং ০১৭১১২৬৭০৫০ শ্রী স্বপন কুমার মন্ডল ওয়ার্ড নং ০৯ মোবাইল নং ০১৭৪০৮৪৬০০৫
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS